আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাতীবান্ধায় জমি নিয়ে সংঘর্ষ নিহত ১; আহত ৩

হাতীবান্ধায় জমি নিয়ে সংঘর্ষ

হাসান মাহমুদ,লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে শামসুল(৫০) নামে একজন মারা গেছে। এ সময় তার স্ত্রী, ছেলে ও তার ভাই গুরতর আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ প্রেরন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠাংঝাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।নিহত শামসুল হক উপজেলার সানিয়াজান ইউনিয়নের মৃত অনর উদ্দিনের পুত্র। আর আহতরা হলেন, নিহত শামসুলের স্ত্রী নাজমা বেগম(৩৫), ছেলে নাজমুল(২২), ও ভাই বাবুল(৩৮)।

ওই এলাকার সফিয়ার জানান, ৭/৮ শতক জমি নিয়ে শামসুল ও মোস্তাফিজার গংয়ের বিরোধ চলে আসছিলো। এমন অবস্থায় ৩/৪ দিন আগে স্থানীয় ভাবে এটানিয়ে মিমাংসা করা হয়েছে। সেই কারণে আজ বৃহস্পতিবার শামসুলের ছেলে নাজমুল জমিতে সীমানা পিলার বসাতে গেলে সেখানে মোস্তাফিজার গংরা হামলা চালায়। এ সময় নাজমুলকে বাঁচাতে তার পরিবার এগিয়ে গেলে। মোস্তাফিজার গংদের হামলা শামসুল, তার ছেলে, স্ত্রী ও ভাই গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের গুরুত্বর অবস্থায় উদ্ধার কওে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে সানিয়াজান ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য রওশন মোস্তাফিজার জানান, কয়েক দিন আগে এ নিয়ে স্থানীয়ভাবে মিমাংসা করা হয়েছিলো। তবে শুনলাম আজ মারামারি হয়েছে। আমি বাইরে থাকায় এখনো পুরোপুরি ঘটনা জানতে পাইনি।

সানিয়াজান ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর জানান, বিষয়টি আমার জানা নেই।
হাতীবান্ধা উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাঈম হাসান নয়ন জানান, হাসপাতালে ৪ জন রোগী এসেছে তার মধ্যে শামসুল নামে একজন হাসপাতালে আসার আগে পথিমধ্যে মারা গেছে। আর অপর ৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসারর জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি তদন্ত সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আর এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।