সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার হাজী নূর উদ্দিন আহাম্মদ উচ্চ বিদ্যালয় এর ৪ তলা ভিত বিশিষ্ট ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় সংসদ সদস্য ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এ একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এসময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, কে কোন দল করে তা দেখে উন্নয়ন করি নাই। দলমতের উর্ধ্বে থেকে উন্নয়ন করে যাচ্ছি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।
এসময় তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, স্থানীয় কাউন্সিলর মাহাবুবুর রহমান জাকারিয়া , মাহফুজা বেগম, আওয়ামী লীগ নেতা ফিরোজ ভুঁইয়া, হাজী নুর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জওহর লাল ঘোষ, নবকিশলয় উচ্চ বিদ্যালয় এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ নজিবর রহমান, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, রূপগঞ্জ উপজেলা মহিলা লীগ সাধারণ সম্পাদক শীলা রানী পাল, উপজেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা উপস্থিত ছিলেন।