আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাইব্রিড ঠেকাও আ.লীগ বাঁচাও শ্লোগানে জাতীয় প্রেসক্লাবে মুক্তি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

হাইব্রিড ঠেকাও আ.লীগ বাঁচাও শ্লোগানে

হাইব্রিড ঠেকাও আ.লীগ বাঁচাও শ্লোগানে

নবকুমার:

হাইব্রিড ঠেকাও আ.লীগ বাচাও শ্লোগানে জাতীয় প্রেসক্লাবে মুক্তি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ পাবনা জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার   সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, মুক্তি হত্যার খুনিদের দ্রুত বিচার করতে হবে। মুক্তি মুক্তিযোদ্ধার সন্তান স্বাধীনতা বিরোধীরা আওয়ামীলীগে প্রবেশ করে তাকে হত্যা করেছে। আওয়ামীলীগে হাইব্রিড প্রবেশ করছে । তাদেরকে দল থেকে বের করে দিতে হবে। যারা স্বাধীনতা বিরোধীদের আশ্রয় দিচ্ছে তাদের কে বিচারের আওতায় আনতে হবে।

উল্লেখ্য,গত ১৯ আগস্ট দুপুরে সালাম গ্রুপের লোকজন মুক্তিযোদ্ধা মোজ্জাম্মেলের বাড়িতে হামলা চালিয়ে মোজ্জাম্মেলের মেয়ে পাবনা এডওয়ার্ড কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মুক্তি খাতুনের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সে মারা যায়।