নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় যদি কোনো মিথ্যা তথ্য দেয়। তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার এক ব্রিফিংয়ে এ কথা জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘আমি বিশ্বাস করি, দেশের জনগণ কোনও স্বীকৃত দুর্নীতিবাজকে নির্বাচিত করবে না। আর সাজাপ্রাপ্ত আসামিরা নির্বাচনে অংশ নিলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। আবার যারা জনপ্রতিনিধি হবেন, তারাও সঠিক তথ্যের মাধ্যমেই হবেন বলে আমরা বিশ্বাস করতে চাই।’
দুদক চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনের ব্যাপারে আমার কিছু বলার নেই। নির্বাচন হচ্ছে কী হচ্ছে না, এটা আমাদের দেখার বিষয় না। আমরা আমাদের কাজ করে যাবো। যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, আমরা চাইবো নির্বাচন কমিশনে তারা সঠিক সম্পদের হিসাব জমা দেবেন।’
ইকবাল মাহমুদ বলেন, ‘স্বপ্রণোদিত হয়ে দুদক নির্বাচন কমিশনকে কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবে না।’