আজ মঙ্গলবার, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

হত্যা মামলায় পিচ্চি বাবু রিমান্ডে

সংবাদচর্চা রিপোর্ট:
ইউসুফ হত্যা মামলায় হাজতী আসামী পিচ্ছি বাবুকে ১দিনের রিমান্ডে আদেশ দিয়েছে আদালত। সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত এ আদেশ দেন। রিমান্ডকৃত আসামী নবাব ওরফে বাবু ওরফে পিচ্ছি বাবু (২০) দেওভোগ মাদ্রাসার জান্নাত নগরের আব্দুল মতিনের ছেলে।

রিমান্ডে সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি জানান, মামলার তদন্তের স্বার্থে হাজতী আসামীকে আদালতে উপস্থিত করে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মামলার বাদীর ফোনে জানানো হয় সদর মডেল থানার টানবাজারস্থ ইয়ার্ন মাচেন্ট ক্লাবের পূর্ব পাশ্বের নীচে ইউসুফকে কে বা কারা হত্যা করে রেখেছে। বাদীনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউসুফের পেটে ও পিঠে ছুড়ির আঘাত দেখতে পায়। এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।