আজ শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সংবাদচর্চা রিপোর্ট:

আড়াইহাজারে আলোচিত ছালাউল্লাহ মিয়া হত্যা মামলার পলাতক ৪ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত আসামীরা হলেন রামচন্দ্রী এলাকার মোঃ হালিম (৪৮), মোঃ হোসেন আলী (১৮), মোঃ হাছেন আলী (১৮), রেহেনা বেগম ওরফে রুনা (৪০)। গত ১৪ অক্টোবর ডেমরা থানার শুকুরশী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১টি মোবাইল ও সীমকার্ড উদ্ধার করা হয়। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব -১১।

র‌্যাব জানান, গত ৪ জুলাই রামচন্দ্রী দক্ষিণপাড়া এলাকায় মোঃ ছানাউল্লাহ নামে একব্যক্তিকে বিবাদীগণ আঘাত করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। এই ঘটনায় ভিকটিমের স্ত্রী আনিয়া বেগম (৪০) বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।