আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সংবাদচর্চা রিপোর্ট:

স্থানীয় আধিপত্য ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাই পূর্বপাড়া গ্রামের যুবক একাধিক মামলার আসামি রাকিব হত্যার বিচার দাবিতে শুক্রবার ২৩ সেপ্টেম্বর দুপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী।

প্রসঙ্গত গেল ২১ সেপ্টেম্বর বুধবার রাত ১০টায় বাড়ি ফেরার পথে রাকিব হোসেন গোলাকান্দাইল পূর্বপাড়া মসজিদের কাছে সন্ত্রাসীদের কবলে পড়ে। ওত পেতে থাকা ৫/৬ সদস্যের একদল সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে চাপাতি ও রামদাসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। রাতের অন্ধকারে দারালো অস্ত্রের আঘাতে রাকিব হোসেন মাটিতে লুটে পড়লে সন্ত্রাসীরা তাকে হাতে, পায়ে, মাথায়, পেটে ও পিঠে দারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। রাকিব হোসেনের মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। নিহত রাকিব হারুন মিয়ার ছেলে।