আজ বৃহস্পতিবার, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

হঠাৎ একি জানালেন সেলিম ওসমান

সংবাদচর্চা রিপোর্ট: জাতীয় পার্টি সমর্থিত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, আমি ইতিহাসে পাই নাই একই মায়ের তিন সন্তান এমপি। কিন্তু আল্লাহর রহমতে আমাদের পরিবার সেটা পেয়েছে। আমার মা আমাকে শিক্ষা দিয়েছে মানুষের কল্যাণে কাজ করতে। আমার ভাইয়ের মৃত্যুর পর কখনোই চাই নাই রাজনীতিতে আসবো। আমি রাজনীতি ছেড়ে দিয়েছি সেই ১৯৭৪ সালে। আমি কখনোই চাই নাই এমপি হতে, জনপ্রতিনিধি হতে। কিন্তু নারায়ণগঞ্জবাসীর টানে ও মায়ের নির্দেশে আমি এমপি নির্বাচন করেছি। পরবর্তীতে আমাকে সংসদে ডেকে নিয়ে নির্বাচনের কথা বলা হয়েছে। আমি চাই নাই আওয়ামী লীগের জন্মস্থানে লাঙল না নৌকা থাকবে। আগামীতে চাই নৌকা যেন থাকে। যারা নৌকা করবেন তাদের অনুরোধ করবো এখন থেকেই কাজ করেন। ঝগড়াঝাটি বন্ধ করে আসুন একসাথে কাজ করি। ২২ অক্টোবর বৃহস্পতিবার রাতে নতুন পালপাড়ায় পুনরায় নির্মিত সার্বজনীন পূজা মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান এসব কথা বলেন। সেলিম ওসমানের এ বক্তব্যের পর থেকে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কেউ বলছে সেলিম ওসমান কি রাজনীতি ছেড়ে দেবেন । আবার কেউ বলছে উনি কি আওয়ামী লীগে যোগদিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করবেন।