বিশেষ সংবাদদাতা:
বাক প্রতিবন্ধী সৎ মেয়েকে ধর্ষণের দায়ে পিতা বাদল (৫০) কে র্যাবের সহযোগিতায় গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
মঙ্গলবার ৮ জুন দিবাগত রাতে থানার এস,আই পলাশ কান্তি রায় সঙ্গীয় ফোর্স নিয়ে র্যাব -১১ ( নরসিংদী) এর সহযোগীতায় বিশেষ অভিযান চালিয়ে রূপগঞ্জের বরপা কেরামবোর্ড মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আড়াইহাজার উপজেলার সিংহদী গ্রামের ছুবানের পুত্র বাদল তার সৎ মেয়ে (১৮) কে দিনের পর দিন প্রাণ নাশের হুমকী দিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ফলে মেয়েটি ৪ মাসের অন্তসত্তা হয়ে পরে।
বিষয়টি জানা জানি হলে এ ব্যাপারে ধর্ষিতার মামা তিলচন্দী গ্রামের হাছেন আলী বাদী হয়ে ২০ মার্চ ২০২১ তারিখে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে ধর্ষক বাদল পলাতক ছিল। ধর্ষীতা জানান, গত আড়াই মাস পূর্বে আমার পেটের বাচ্ছাটি নষ্ট হয়ে গর্ভপাত হয়ে গেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত ওসি আনিচুর রহমান মোল্লা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,ধর্ষক বাদলকে বুধবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।