সংবাদচর্চা রিপোর্ট:
করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদের মাঝে পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করেছেন গাজী গ্রুপের উপপরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। নিজ উদ্যোগে তিনি এসব পিপিই বিতরণ করেছেন। শুক্রবার রূপগঞ্জ উপজেলা যুবলীগের স্বেচ্ছাসেবকদের কাছে পিপিই পৌছে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন। এর আগে ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগ, যুব মহিলালীগের স্বেচ্ছাসেবকদের পিপিই দেওয়া হয়।
প্রসঙ্গত করোনা ভাইরাসে নারায়ণগঞ্জে ৮ জন মারা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় ৭৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে তিনজন নারী রূপগঞ্জের রয়েছে। রূপগঞ্জসহ নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করা হয়েছে। তারপরও কমছে না নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা।