আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বামীর পুরুষাঙ্গ কর্তন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব আক্রোশের জের ধরে ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামী মো. রিপনের (৩০) পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দ্বিতীয় স্ত্রী নাদিয়া ইশরাত শিলা (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শিলা শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার নাওডোবা এলাকার মৃত ইউসুফ মোল্লার মেয়ে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে ওই ভুক্তভোগীর মা মমতাজ বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মো. রিপন সিদ্ধিরগঞ্জের পাইনাদীর সিআই খোলা এলাকায় ভাড়া থাকতেন।
মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিপন বৃহস্পতিবার হঠাৎ ঘুম থেকে উঠে দেখেন তার পরণের লুঙ্গি ভেজা এবং তার পুরুষাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে। তার স্ত্রী রুমে নেই। তখন তিনি রুমের বাতি জ্বালিয়ে দেখেন তার পুরুষাঙ্গ কাটা। তিনি চিৎকার করলে পার্শ্ববর্তী কক্ষের ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ সময় আশে পাশের লোকজন তার স্ত্রী শিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

সিদ্ধিরগজ থানার ওসি মো. মশিউর রহমান বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত নাদিয়া ইশরাত শিলাকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।