আজ বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌরভ-মাহিন স্মরণে দোয়া

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জে তারাব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা মরহুম সৌরভ মোল্লা ও মাহিন সিকদারের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রূপসী এলাকায় শহীদ বকুল স্মৃতি সংসদ অডিটোরিয়ামে তারাব পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তারাব পৌর ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন বাদলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনির খান সুমেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারাব পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান বাবেল, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার, সিনিয়র সহ-সভাপতি রিয়াজ আহমেদ, সাধারন সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম। এছাড়া আরও উপস্থিত ছিলেন মনিরুজ্জামান নাফিস, মোবারক হোসেন শাহীন।
পরে ছাত্রলীগ নেতা মরহুম সৌরভ মোল্লা ও মাহিন সিকদারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সম্প্রতি সড়ক দুঘটনায় তারা দুইজন একই সঙ্গে নিহত হয়।