আজ বৃহস্পতিবার, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোমবার টিকা নিবেন ডিসি মুস্তাইন বিল্লাহ

সংবাদচর্চা অনলাইনঃ

সারাদেশের মতো নারায়ণগঞ্জেও শুরু হয়েছে করোনা ভাইরাসের ভ্যাকসিন (টিকা) কার্যক্রম। জেলায় প্রথম কোন ব্যক্তি হিসেবে এই টিকা গ্রহণ করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ৷ অন্যদিকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ আগামীকাল (সোমবার) টিকা নিবেন।

রোববার ৭ই ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের ৩’শ শয্যা করোনা হাসপাতালে টিকা কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, আমি আজ (রোববার) ভোরে এসএমএস পেয়েছি। আগামীকাল ইনশাল্লাহ টিকা নেব।

এদিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে টিকা গ্রহণ শেষে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, টিকা গ্রহণের পর ৩০ মিনিট অপেক্ষা করে পর্যবেক্ষন করতে হবে সকলকে৷ তিনিও অপেক্ষা করেছেন৷ তবে শারীরিক কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি৷ সকল ভীতি উপেক্ষা করে সর্বসাধারণকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করেন তিনি৷

তিনি আরও বলেন, নিবন্ধন ছাড়া কোনোভাবেই টিকা নেওয়া যাবে না। নিবন্ধন অনুযায়ী প্রথমে যার নাম আসবে তাকেই প্রথম টিকা দেওয়া হবে। তবে নিবন্ধিত স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান।

নারায়ণগঞ্জে প্রথম পর্যায়ে ১ লাখ ৫৬ হাজার করোনার টিকা (ভ্যাকসিন) কোভিশিল্ড এসেছে।