আজ শনিবার, ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁ মাতাবে আজহারী

ওয়াজ করে সোনারগাঁ মাতাবে বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত বক্তা মিজানুর রহমান আজহারী। তিনি আগামী ১৫ ফেব্রুয়ারি সোনারগাঁ উপজেলার সনমান্দী গ্রামে আসবেন। তিনি সনমান্দী গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে ওয়াজ করবেন। ওয়াজ হবে সনমান্দী মাঠে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। জানা গেছে ওয়াজ মাহফিলের জন্য ডিসি অফিসে আবেদন করেছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত  মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে  আলেমদের একটি অংশ রয়েছে । এর আগে বন্দরে মিজানুর রহমান আজহারী বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। জাতীয় সংসদে তার বিরুদ্ধে অভিযোগ তুলে বক্তব্য দিয়েছে শফিকুর রহমান এমপি। সেই অভিযোগ ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া স্বরাষ্ট্র মন্ত্রীকে খতিয়ে দেখা নির্দেশ দিয়েছে। সর্বশেষ ২৮ জানুয়ারি ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, আজহারি মাজহারি এগুলো কিন্তু জামাতের সৃষ্টি। এরা অত্যন্ত সূক্ষ্মভাবে জামাতের কথাই বলে। এদের বাল্যকাল থেকে শুরু করে এ পর্যন্ত সেই শিক্ষা-দীক্ষাই দিয়েছে জামাত।’ আরো পড়ুন:শুক্রবার তারাবোতে আসছেন আজহারী

ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, ‘জামাতের টাকা-পয়সায় তারা শিক্ষিত হয়ে এই মুহূর্তে প্রকাশ্যেই তারা জামাতের কথা বলতো। কিন্তু প্রকাশ্যে জামাতের কথা বলার রাজনৈতিক সুযোগ নাই বিধায় তারা খুব সূক্ষ্মভাবে যেসব কথাবার্তা বলে, আর যেসব ওয়াজ করে, হাদিস কোরআন সম্পর্কে যে সমস্ত ব্যাখ্যা দেয়, তার একটাও সত্য না। একটাও সত্য না বলাটা হয়তো একটু বেশিই হয়ে গেল। কিন্তু অধিকাংশই মিথ্যার আশ্রয় নিয়ে তারা কিন্তু আজে বাজে কথাবার্তা বলে থাকে।’

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘এসব কর্মকাণ্ড আমাকে খুবই ব্যথিত করে। আমি মনে করি ধর্ম মন্ত্রণালয় এই মুহূর্তে এগুলো যদি বন্ধে কিছু করতে না পারে তাহলে ধর্ম মন্ত্রণালয় থাকার কোনো প্রয়োজন নাই। কাজেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। ইতিমধ্যে কাজও শুরু করেছি। প্রধানমন্ত্রীকেও এবং সরকার ও আমাদের সকল নেতৃবৃন্দকেও বিষয়টি অবহিত করে এই অপতৎপরতা বন্ধ করা হবে। তারা অনেক কৌশলে চলতেছে। এই কৌশলটা আমাদের ধরতে হবে। তাদের এই কর্মকাণ্ডকে চিরদিনের জন্য এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে।’