আজ বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও সভা অনুষ্ঠিত

সোনারগাঁ উপজেলা

 সোনারগাঁ উপজেলা

সোনারগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ ইতিমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে জাতিসংঘের নির্ধারিত শর্তাবলী অর্জন করেছে। উন্নয়নের ইতিহাসে এটি একটি গৌরবময় অর্জন।সরকার উৎসবমূখর আয়োজনের মাধ্যমে এ অর্জনকে ২০-২৫ মার্চ ২০১৮ সেবা সপ্তাহ পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।
সিদ্ধান্ত বাস্তবায়নকল্পে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এই প্রতিপাদ্যের উচ্ছাসে বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে আনন্দ শোভাযাত্রা,আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠিত আনন্দঘন শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ ৩ সোনারগাঁয়ের সাংসদ লিয়াকত হোসেন খোকা।
বিবিত হুরার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বি.এম রুহুল আমিন রিমন, উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, উপজেলা শিক্ষা অফিসার আ.ফ.মজাহিদ ইকবাল, উপজেলা প্রকৌশলী আলী হায়দার খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আশেক পারভেজ, উপজেলা মহিলাভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক ও মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু প্রমুখ।