সোনারগাঁ পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হাজী মোঃ শাহজাহান মেম্বারকে আহবায়ক, মোঃ মোতালেব মিয়াকে সদস্য সচিব এবং সফিকুল ইসলাম নয়ন, মোঃ শাহীন আহাম্মদ, নজরুল ইসলাম বাচ্চু, ফারুক আহাম্মদ তপন (কাউন্সিলর), মোঃ আলমগীর হোসেন, হাজী আবু ছাইদ, মোঃ ফরিদ হোসেন, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, মাসুম মোল্লা, মোঃ আব্দুর রহিম, নাসির উদ্দীন (সাবেক কাউন্সিলর), শামসুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সোনারগাঁও পৌর শাখার মোট ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। ৪ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারী অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সোনারগাঁও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।