আজ বুধবার, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ১০০ পিছ ফেন্সিডিলসহ গ্রেফতার ১

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর থেকে গতকাল রাত আড়াইটার সময় ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানা যায়।

সোনারগাঁ থানার এসআই মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স এ এস আই ছামান মিয়া, হাবিবুর রহমান ও নাজমুল কাঁচপুর উত্তরপাড়ার মৃত আব্দুল বাছেদের ছেলে মেহেদী হাসানের (৩৫) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মেহেদীকে গ্রেফতার করা হয়েছে।