আজ রবিবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহতঢাকা-চট্রগ্রাম মহাসড়কের

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে  সড়ক দুর্ঘটনায় তাহমিনা আক্তার শিউলি (৪৫) নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায়। পুলিশ  ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায়  দুপুরে রাস্তা পারাপারের সময় কুমিল্লা থেকে ঢাকা গামী একটি ট্রাক স্কুল শিক্ষিকা তাহমিনা আক্তার শিউলি কে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

পরে কাঁচপুর হাইওয়ে পুলিশ মদনপুর এলাকা থেকে ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি।

নিহত তাহমিনা আক্তার শিউলি গজারিয়া উপজেলার রায়পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। সে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের খুলিয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে এবং বসুরচর উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের স্ত্রী।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাইয়ুম আলী সরদার জানান, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তা পারাপারের সময় তাহমিনা আক্তার শিউলি নামের স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহতের ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে।