আজ বুধবার, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে শহীদ মিনারের সামনে দোকান,অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে সৌন্দর্য

মাজহারুল ইসলামঃ ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যে সকল শহীদ ভাইদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতা,যাদের স্মৃতিকে অমর করে রাখার জন্য বাংলাদেশের বিভিন্ন স্কুল,কলেজ এবং লক্ষণীয় স্থানে তৈরি হয়েছে শহীদ মিনার,সে সব শহীদ মিনারের যত্ন নেয়া প্রতিটি নাগরিকেরই কর্তব্য,কিন্তু অযত্নে অবহেলায় অনেক শহীদ মিনারের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে কাঁচপুর হাইওয়ে থানা সংলগ্ন সোনাপুর বাজারে তৈরি শহীদ মিনারের অবস্থা দেখে প্রশ্নের সম্মুখীন হচ্ছে দেশপ্রেমী মানুষের বিবেক।
১৪ ডিসেম্বর দুপুরে সরেজমিনে দেখা যায় শহীদ মিনারের সামনে তৈরি চাঁয়ের দোকান,যেন দোকানের পিছনে শহীদ মিনার নামে আবর্জনার কারখানা। অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে শহীদ মিনারের সৌন্দর্য। আর মাত্র একদিন পর ১৬ ডিসেম্বর,অবহেলিত শহীদ মিনারটি পরিস্কার পরিচ্ছন্নতা তো দুরে থাক সামনের জায়গাটি (চায়ের দোকান) দখল করে আছে প্রভাবশালীরা।
জানা যায়,কাঁচপুরের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফয়জল হকের ছেলে কাঁচপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী সেলিম হক রুমির নিজস্ব অর্থায়নে তৈরি হয়েছিল শহীদ মিনারটি।
নাম প্রকাশে অনিচ্ছুক সোনাপুর বাজারের এক দোকানদার বলেন,কাঁচপুর হাইওয়ে থানার সাবেক ওসি শেখ শরীফুল আলম দোকানঘর বসিয়ে ভারা আদায় করতো,কিন্তু সে বদলী হওয়ার পরেও পুলিশ সদস্যরা নিয়মিত এই দোকান থেকে টাকা নিচ্ছে।তিনি আরো বলেন শহীদ মিনারের সামনে দোকান দিয়ে শহীদ মিনারের সৌন্দর্য নষ্ট করা মানে যে সকল শহীদের রক্তের বিনীময়ে এই দেশ স্বাধীন হয়েছে তাদের-সহ গোটা জাতীকে অপমান করা সমান।
জানতে চাইলে কাঁচপুর হাইওয়ে থানার বর্তমান ওসি কাইয়ুম আলী সরকার বলেন,এ বিষয়টি আমার জানা নেই।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম বলেন শহীদ মিনারের সম্মান এবং সৌন্দর্য রক্ষায় অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।