আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

 সোনারগাঁয়ে লাশ উদ্ধার

অজ্ঞাত (১৮) এক কিশোরীর অর্ধ গলিত লাশ উদ্ধার করছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া মঙ্গলেরগাঁ সড়কের পাশ্ববর্তী ঝোপের ভেতর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

সোনারগাঁও থানার উপ পরিদর্শক পংকজ কান্তি সরকার জানান, শুক্রবার সন্ধ্যায় মোগরাপাড়া ইউনিয়নের পিয়ার নগর এলাকার রাস্তার পাশে ঝোপঝাড়ে অজ্ঞাত একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত কিশোরীর লাশটি উদ্ধার করা হযেছে। লাশে পচন ধরে গেছে। ধারনা করা হচ্ছে ৪/৫ দিন পুর্বে হত্যা করে লাশটি এখানে নির্জন স্থানে ফেলে গেছে দুষ্কৃতকারীরা। এখনও লাশটি সনাক্ত করা যায়নি। সনাক্ত করার চেষ্টা চলছে।

তিনি আরো জানান, ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর কিভাবে হত্যা করা হয়েছে তা জানা যাবে।

সর্বশেষ সংবাদ