আজ সোমবার, ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে র‌্যাবের খাদ্য বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া খেটে খাওয়া কর্মহীন ও দরিদ্র পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে র‌্যাব -১১। সোমবার ( ১৩ এপ্রিল) রাতের আধারে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে র‌্যাব সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল, তেল, আলু, লবণ ,সাবান। এসময় আলেপ উদ্দিন করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকার অনুরোধ করেন।

প্রসঙ্গত সামাজিক দূরত্ব বজায় রাখতে  শহরের কাঁচাবাজারগুলোতে একমুখী রাস্তা চালুর উদ্যোগ নিয়েছে র‍্যাব । নারায়ণগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে র‌্যাবের সচেতনতামূলক মহড়া অব্যাহত রয়েছে। চাষাঢ়া এলাকায়  সড়কে জীবানুনাশক ওষুধ ছিটিয়ে পরিচ্ছন্ন করেছে তারা।