নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া দমদমা এলাকায় স্থানীয় একটি বিরোধ মিমংশার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি এবং একাত্তর টেলিভিশন, ভোরের কাগজ ও মানবকন্ঠ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি আব্দুস ছাত্তার প্রধানের ভাই সুরুজ্জামানকে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বাইট্টা কালাম ও ভূমিদস্যু মাসুম চৌধুরীর সন্ত্রাসী বাহিনী এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে স্থানীয়।
এ সময় তার ডাকচিতকারে এলাকার লোকজন এসে মুমূর্ষূ অবস্থায়্ উদ্ধার করে প্রথমে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা ২টার দিকে দমদমা এলাকার মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বাইট্টা কালাম ও তার ভাই জামাল বিচার সালিসের নাম করে সুরুজ্জামানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
সরল বিশ্বাসে তাদের কথা মতো খুলিয়াপাড়া সাউফুলের বাড়ির সামনে যাওয়া মাত্র এলাকার সন্ত্রাসী বাইট্টা কালাম ও তার ভাই জামাল, অনয়, আরাফাত, মাসুম চৌধুরী, ফেন্সি কালাম, হোটেল বাবু, জাহিদ, পিঞ্জর, শুভ, ইমন, দুলু, শাকিল, চাহান, হোবি, ইমন, মারুফ, জিহাদ ও জাকিরসহ অজ্ঞাত আরোও ২০/২৫ জন সন্ত্রাসী ধারালো রামদা, চাপাতি, ছুরি, হকিস্টিক ও দেশিয় অস্ত্র নিয়ে সুরুজ্জামানের উপর হামলা চালায়।
এসময় তার ডাকচিতকারে এলাকার লোকজন এসে মুমূর্ষূ অবস্থায়্ উদ্ধার করে প্রথমে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করে।
খবর পেয়ে ডিবি পুলিশ এলাকায় এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী অনয়, শাকিল ও আরাফাত নামে ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করে সোনারগাঁও থানায় সোপর্দ করে।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ এলাকায় এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী অনয়, শাকিল ও আরাফাত নামে ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।