আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর যুগিপাড়া গ্রামে রুবেল হোসেন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ১০ মে শুক্রবার সকালে ইনফিনিটিভ ডাটা পাওয়ার লিমিটেড নামের একটি কারখানার সামনে  থেকে রুবেলের লাশ উদ্ধার করেছে পুলিশ । লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের মায়ের অভিযোগ তার ছেলেকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উত্তর কাজি পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. রুবেল হোসেন (২৫) বৃহস্পতিবার রাতে তার বাড়ি থেকে বের হয়। পরে শুক্রবার সকাল ৮ টার দিকে মহজমপুর যুগিপাড়া গ্রামের ইনফিনিটিভ ডাটা পাওয়ার লিমিটেড নামের কারখানার বাউন্ডারির পাশে লাশ পড়ে থাকতে দেখে ওই কারখানার নিরাপত্তাকর্মীরা পুলিশে খবর দেয়।