আজ সোমবার, ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ

সোনারগাঁয়ে মাদ্রাসার

সোনারগাঁয়ে মাদ্রাসার
নিজস্ব প্রতিবেদক:– নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর গ্রামের তাফহীমুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসার মহতামিম বড় হুজুরের বিরুদ্ধে ১ম শ্রেণীর ছাত্রদের বলাৎকারের অভিযোগ উঠেছে।  একজন ছাত্রকে  আশংকাজনক অবস্থায়  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে গত ৩ মাস পূর্ব থেকে মহতামিম মোল্লাহ কালাম বিভিন্ন ছাত্রের উপর এমন নির্যাতন করে আসছে। এই ব্যাপারে গত ০২-০৫-২০১৮ ইং বুধবার এক নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ ধায়ের করেন। নির্যাতিত শিশুর বাবা মো: আব্দুল্লাহ বলেন আমার ছেলে মো: জিসান এই মাদ্রাসার ১ম শ্রেণীর ছাত্র, আমি বেশ কয়েক দিন যাবত দেখছি জিসান বমি করে আসছে, সময় মত খাবার খায় না ,কমর ব্যাথা করে ,পায়ুপথ ব্যাথা করে ইত্যাদি নানা সমস্যায় ভোগছে। আমি জানতে চাইলে প্রথমত সে কিছুই বলতে চায়নি। পরে একজন ডাক্তারে কাছে নিয়ে গেলে আমাকে এইরকম ধারনা দিলে আমি ওকে জোরালোভাবে জিগাসা করি পরে ছেলে আমাকে খুলে বলে।

পরে আমি স্থানিয় লোকজনের কাছে জানালে আরো কয়েকটি ছেলেকে একই ঘটনা শিকার হয়েছে বলে জানতে পাই। তিনি আরও বলেন অভিযোগের ছয় দিন পার হয়েছে কিন্তু পুলিশ কোন ব্যাবস্থা নেয়নি
সরেজমিনে গিয়ে জানাযায় তাদের মধ্যে এক জন কাইউম (১০)পিতা শহিদ, মাহিন (১০) পিতা মোসারফ ,বাকি ৯ জনের নাম প্রকাশ করতে রাজি হয়নি তাদের পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে ৩০-০৪-২০১৮ইং তারিখে লোকমুখে শুনে মোল্লাহ আবুল কালাম কে ধরে নিয়ে যায় তালতলা পুলিশ ফাড়ির এ এস আই সফি, পরে তাকে রাত শেষে আবার ছেড়ে দেওয়া হয়।

এইব্যাপারে তালতলা পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: আহাসানউল্লাহ্ সাংবাদিকদের জানায় আমরা লোকমুখে শুনে মাল্লাহ আবুল কালামকে ডেকে আনি এবং জিসানের বাবা আব্দুল্লাহ কে ডেকে আনি সে আমাদের কাছে কোনরকম লিখিত অভিযোগ না দিলে আমরা তাকে ছেড়ে দেই।