সোনারগাঁ প্রতিনিধি: সোনারগাঁ উপজেলার মুক্তিশপুর গ্রামে গত বুধবার রাতে অভিযান চালিয়ে আল আমিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে গত বুধবার রাতে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদক সহ ওসমান গনির ছেলে আল আমিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।