আজ রবিবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় কৃষকের সবজি বাগান কর্তন

 

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার উত্তরপাড়া গ্রামে গত বুধবার রাতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক কৃষকের সবজি বাগান থেকে প্রায় লাখ টাকার সবজি চুরি ও গাছ কর্তন করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই কৃষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

সোনারগাঁ থানায় দায়ের করা লিখিত অভিযোগপত্র কবির হোসেন উল্লেখ করেন, তিনি সোনারগাঁ পৌরসভার উত্তর ষোলপাড়া গ্রামের বাসিন্দা। তার বাড়ির পাশের প্রায় এক বিঘা জমিতে লাউ গাছের চারা রোপন করে সবজ্বির বাগান করেন। তার বাগানের পাশে বসে একই গ্রামের নাহিদ মিয়া, মোবারক মিয়া, আবু তাহের, সোহেল মিয়া, শুভ মিয়া ও পাপ্পু মিয়া মাদক ব্যবসা করে আসছে। তাদের মাদক ব্যবসায় বাধা দেন কবির হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার রাতে তার বাগানের সব লাউ গাছ কর্তন করে লাউ চুরি করে নেয়। এতে তার প্রায় লাখ ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাপ্পু মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ।