সোনারগাঁ ১’শ ৬৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সাকিব নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পিরোজপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন।তিনি বলেন,সোমবার দুপুর ২ টার পর আসামীর নামে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীকে নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেয়া হবে।
এছাড়া জানা গেছে আটককৃত সাকিব পিরোজপুর ইউনিয়নের মনির হোসেনের ছেলে।