আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে পোড়ালো কারেন্ট জাল

সংবাদচর্চা রিপোর্ট:

সোনারগাঁ উপজেলার কাইকারটেক হাটে রোববার অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আগুন দিয়ে পোড়ানো হয়।

উপজেলা কর্মকর্তা মাহামুদা আক্তার জানান, উপজেলার মোগরাপারা ইউনিয়নের কাইকারটেক হাটে অভিযান চালানো হয়। এসময় নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির সময় ১ লাখ ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৩১ লাখ ৫০ হাজার টাকা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে তার নির্দেশে জালগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।