আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত সংঘর্ষে ১১ জন আহত

নিজেস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নানাখি ও পিরোজপুর ইউনিয়নের ছোট কোরবানপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে নারী সহ ১১ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার রাতে ও ৩ নভেম্বর শুক্রবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় ঘটনায় আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় শুক্রবার বিকেলে পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।

সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখি গ্রামের আব্দুল কাদিরের সঙ্গে পাশে ড. কাজী আক্তার হামিদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধে আদালতে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। এ বিরোধকৃত সম্পত্তি জোরপূর্বক দখলের নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠে আক্তার হামিদের বিরুদ্ধে।

শুক্রবার দুপুরে আক্তার হামিদের নির্দেশে তোফাজ্জল, রুহুল আমিন ওরফে টাইগার, মজিবুর রহমান, মহসিনসহ ৩০-৩৫জনের একটি দল ধারালো অস্ত্র, লাঠিসোটা নিয়ে আব্দুল কাদিরের বাড়িতে হামলা চালায়। হামলায় আব্দুল কাদির, সামসুর রহমান, হাবিবুর রহমান, রাজু আহম্মেদ, মোজাম্মেল, জাহানারা ও সুমাইয়াসহ ১০জন আহত হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আব্দুল কাদির, হাবিবুর রহমান ও রাজু নামের তিন জনের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় আব্দুল কাদিরের ছেলে মো. জাকির হোসেন বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।

অপরদিকে পিরোজপুর ইউনিয়নের শান্তি নগর গ্রামের আব্দুল খালেকের ছেলে মাজহারুল ইসলামের সঙ্গে পাশ্ববর্তী ছোট কোরবানপুর গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে রাসেল ও কমল হকের সঙ্গে পূর্ব শত্রুতায় দ্বন্ধ চলছিল। পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার রাতে শান্তিনগর এলাকায় মাজহারুলকে সানবীন কিন্ডার গার্টেনের পেছনে গিয়ে রাসেলের নেতৃত্বে কমল হক, শফিক, গাফফার, মফিজুল, ইয়াছিন, মাহবুবসহ ৭-৮জনের একটি দল চাপাতি দিয়ে এলোপাথারীভাবে কুপিয়ে আহত করে। পরে মূমূর্ষ অবস্থায় আহত মাজহারুলকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার পরিবার। তাকে গভীর পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে রাখা হয়েছে। এ ঘটনায় মাহজারুলের বাবা আব্দুল খালেক বাদী হয়ে শুক্রবার বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম বলেন, পৃথক ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।