আজ বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে কলেজ ছাত্রীদের স্যানিটারী ন্যাপকিন বিতরণ

সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স ইউনিভার্সিটি কলেজের ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে। সোমবার (০৩ ফেব্রুয়ারী) দুপুরে কলেজ অডিটরিয়ামে  বাসমাহ ফাউন্ডেশনের উদ্যোগে  স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁ শাখার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ পৌরসভার মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার মনি, কলেজের অধ্যক্ষ আমির হোসেন, উপজেলা ডেভলপমেন্ট ফেসিলেটর শাহানা আচঁল ও বাসমাহ ফাউন্ডেশনের মহাসচিব তুহিন মাহমুদ প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অসচেতনতার জন্য পিরিয়ডের সময় অনেকেই স্বাস্থ্যসম্মত কাপড় ব্যবহার করে না। লজ্জা ও সংকোচের কারণে বিষয়টি নিয়ে মেয়েরা কারো সাথে আলোচনাও করেন না ফলে অনেক সময় বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। পিরিয়ডের সময় স্যানিটারী ন্যাপকিন ব্যবহার করা সবচেয়ে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত।  এ ব্যাপারে মেয়েদেরকে সচেতন হতে হবে।