আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত

মাজহারুল ইসলাম: দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মত বিনিময় সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। ০৯ ডিসেম্বর (শনিবার) সকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।সোনারগাঁ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাছান আলী সরকার এর সভাপতিত্বে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীনুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বি.এম রুহুল আমীন রিমন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, উপজেলা শিক্ষা অফিসার, আ.ফ.মজাহিদ ইকবাল, হিসাব রক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা নঈম জাহাঙ্গীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিবিত হুরা প্রমুখ।
বক্তব্য রাখেন সোনারগাঁ থানার ইন্সপেক্টর অব পুলিশ সোয়েব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান,মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ইমরান আহমেদ,
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীনুর ইসলাম বলেন, দুর্নীতি সমাজের রন্দ্রে রন্দ্রে প্রবেশ করেছে,এই দুর্নীতিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে হবে।