মাজহারুল ইসলামঃ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট এবং ইউএনএফপিএ-এর যৌথ উদ্যোগে আগামী ৩০ ডিসেম্বর ২০১৭ হতে ০৪ জানুয়ারি ২০১৮ পর্যন্ত দেশব্যাপি বিভাগ,জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি,বেসরকারি ও প্রাইভেট সেক্টরের সকল সেবাকেন্দ্রে ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ সফল করার লক্ষ্যে আজ ২৬ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে একটি অ্যাডভোকেসী সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নির্বাহী অফিসার শাহীনুর ইসলামের সভাপতিত্বে উক্ত অ্যাডভোকেসী সভায় উপস্থিত ছিলেন,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁ উপজেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মোল্লা বাদশা মিয়া,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রুহুল আমিন,উপজেলা সমাজ সেবা অফিসার জাহাঙ্গির আলম,স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে জনাব শাহীনুর ইসলাম বলেন, সন্তান জন্মদানকালে মায়ের মৃত্যু কোন রাষ্ট্রেরই কাম্য নয় তাই মাতৃস্বাস্থ্যের উন্নয়ন ও মাতৃমৃত্যু হ্রাস-বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার এ বিষয়কে বিবেচনায় রেখে পরিবার পরিকল্পনা,মা-শিশুস্বাস্থ্য ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে।এসময় তিনি পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সফল করতে সকলের প্রতি আহবান জানান।