নিজেস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যোরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অর্ধগলিত এক অজ্ঞাত (৪৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ নভেম্বর শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আপন কুমার মজুমদার জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকার আমান ইকোনোমি জোনের পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, সপ্তাহ খানেক আগে এ ব্যক্তিটিকে হত্যা করে লাশ মেঘনা নদীতে ফেলে যায় দুর্বৃত্তরা।