আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁবাসীকে যুবদল নেতা আশরাফ ভূঁইয়ার ঈদ শুভেচ্ছা

সংবাদচর্চা রিপোর্ট : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সোনারগাঁ উপজেলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম -আহবায়ক আশরাফ ভূঁইয়া । শুক্রবার (৩১ জুলাই) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় সোনারগাঁবাসী। দেশ মহা সংকটের মধ্যে রয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারির মধ্যে আমরা এবার পবিত্র ঈদুল আযহা উদযাপন করছি। এটা আমাদের ত্যাগের আনন্দের দিন। আমাদের নেতা তারেক রহমান লন্ডনে থেকে আমাদের নির্দেশ দিয়েছেন দরিদ্র অসহায় মানুষের পাশে থাকার জন্য। আমরা চেষ্টা করছি পবিত্র ঈদুল আযহায় নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পাশে থাকার জন্য। বিনা প্রয়োজনে আমরা কেউ ঘর থেকে বের হবো না। সবাই মাস্ক পরুন ,সামাজিক দূরত্ব বজায় রাখুন। স্বাস্থ্য বিধি মেনে ঈদের নামাজ আদায় এবং কোরবানী করুন। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। ঈদ মোবারক।