আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে শ্রমিকের আত্মহত্যা

সোনারগাঁ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের বৈরাবেরটেক এলাকায় গলায় ফাঁস দিয়ে মিরাজুল হক (১৮) নামে শ্রমিক আত্মহত্যা করেছে।

মঙ্গলবার ৯ মার্চ রাতে উপজেলার বৈরাবেরটেক এলাকার ভাড়া বাড়িতে আত্মহত্যা করে ওই তরুণ। বুধবার নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৫ নম্বর রতনদী ইউনিয়নের চান্দেরহাওলা গ্রামের শামীমের ছেলে। সোনারগাঁয়ের মীমেরটেক এইচআর স্পিনিং মিলে শ্রমিক হিসেবে কাজ করতো মিরাজুল। উপজেলার বৈরাবেরটেক সামসুল আলমের বাড়িতে ভাড়া থাকতো।

সোনারগাঁয়ের তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ জানান, আত্মহত্যা সঠিক কারণ নিশ্চিত করা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ