আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সেরা ওয়ানডে একাদশে সাকিব

বিশ্ববিখ্যাত ক্রীড়া গণমাধ্যম ফক্স স্পোর্টসের দশক সেরা ওয়ানডে একাদশ প্রকাশিত হয়েছে। সেখানে ঠাঁই পেয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্ট অধিনায়ক সাকিব আল হাসান। এর আগে সাকিব ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইজডেন অ্যালামনাকের দশকের সেরা একাদশেও জায়গা পেয়েছেন।
সাকিবকে একাদশে রাখা নিয়ে ফক্স স্পোর্টস জানায়, বাংলাদেশের এই অলরাউন্ডার দুই বছরের (এক বছর স্থগিত নিষেধাজ্ঞা) জন্য আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ, কিন্তু তাতে ম্লান হচ্ছে না টাইগারদের হয়ে বিগত বছরগুলোতে তার পারফরম্যান্স। ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ওয়ানডেতে সাকিব করেছেন ৪২৭৬ এবং ১৭৭ উইকেট শিকার করেছেন।

ফক্স স্পোর্টসের বাছাইকৃত সেরা ওয়ানডে একাদশ:
রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, কেন উইলিয়ামস, সাকিব আল হাসান, বেন স্টোকস, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান), মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা ইমরান তাহির এবং জাসপ্রিত বুমরাহ।