আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সেফটি ট্যাংক থেকে ১ জনের লাশ উদ্ধার গ্রেফতার- ২

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের নেছারাবাদে নিখোজের ৫ দিন পর মিলন (২৭) নামে এক মোটর সাইকেল চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকালে উপজেলার সোহাগদল গ্রামের মো. সিদ্দিকুর রহমানের লেট্রিনের সেপটি ট্যাংকি থেকে অর্ধ গলিত ওই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনা সিদ্দিকের স্ত্রী রেহেনা বেগম ও তার ছেলে তাজিমকে মিলনের মোটর সাইকেলসহ আটক করা হয়েছে।
নিহত মিলন বলদিয়া ইউনিয়েনের রাজাবাড়ী গ্রামের শাহাদাৎ মিয়ার ছেলে। এছাড়া মিলন হত্যায় অভিযুক্ত তাজীম সোহাগদল গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। মিলনের হোন্ডা আত্মসাৎতের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে হত্যার কারন জানিয়েছেন।
জানাযায়, গত পাঁচদিনে আগে রেন্ট-এ কার চালক মিলন বাড়ী থেকে নিখোঁজ হয়। পরিবার পরিজন তাকে অনেক খোঁজাখুজি করার পরও না পেয়ে গত ১২ই ফেব্রুয়ারি নেছারাবাদ থানায় একটি সাধারন ডায়ারী করেন। ঘটনায় ১৩ই ফেব্রুয়ারি রাতে বরিশাল থেকে তাজীম ও তার মা রেহানাকে পুলিশ গ্রেফতার করে। বুধবার সকালে সোগাগদল গ্রামের মতিক্বারী মাদ্রাসা সংলগ্ন সিদ্দিকুর রহমানের বাড়ীর সেফটি ট্যাংক থেকে পুলিশ মিলনের লাশ উদ্বার করে।
নেছারাবাদ থানার তদন্ত অফিসার মো. শহিদুল ইসলাম জানান, তাজীমের মা রেহানা ও ছেলেকে গ্রেফতার করা হয়ছে। বুধবার সকালে তাদের বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
ইউপি সদস্য আদম আলী বলেন, অভিযুক্ত তাজীম আগে থেকেই এলাকায় বখাটে হিসাবে পরিচিত ছিল। সে এলাকায় বিভিন্ন জনের মোবাইল টাকা চুরি করে বেড়াত।