চট্টগ্রামে এবার ৫০ হাজার ইয়াবাসহ আটক হলেন দুই সেনা সদস্য
ইমরান সোহেল, চট্টগ্রাম, ব্যূরোঃ
র্যাব পুলিশ আনসার সদস্যের পর এবার ইয়াবাসহ আটক হলেন দুই সেনা সদস্য। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ দুই সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা সেনাবাহিনীর সিপাহী বলে জানা গেছে। তারা চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত আছেন। গত শনিবার মধ্যরাতে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, নেত্রকোণার মো. সিহাব উদ্দিন (৩৮) এবং নাটোরের শফিকুল ইসলাম (২৮)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫০ হাজার পিস ইয়াবা। বিষয়টি নিশ্চিত করে কর্নফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা সংবাদ চর্চাকে জানান, কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। বাস থেকে নেমে তারা মইজ্যারটেক এলাকায় নেমে যান। আমাদের সাদা পোশাকের টিমের সদস্যদের সন্দেহ হলে তারা ব্যাগ তল্লাশি করে। সেখানে ইয়াবাগুলো পাওয়া যায়। আটক দুজনকে আইন অনুযায়ী সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।