আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সেই আলাউদ্দিন হাওলাদার গ্রেফতার

সংবাদচর্চা রিপোর্ট:

কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে ঢাকার সূত্রাপুর থেকে তাকে গ্রেফতার করে ৬ টার দিকে ফতুল্লা মডেল থানায় নিয়ে আসা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ওসি মো. আসলাম হোসেন। তিনি জানান, আসামিকে শুক্রবার কোর্টে চালান করে দেয়া হবে।

প্রসঙ্গত চুরির অভিযোগে রাতুল ও নাঈম নামে দুই যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয় আওয়ামী লীগের নেতা আলাউদ্দিন হাওলাদারের অফিসে  । গত ৯ জানুয়ারি সেই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাতে ব্যাপক সমালোচনা হয়। এ ঘটনায় ১০ জানুয়ারি নির্যাতনের শিকার নাঈমের মা নাজমা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আলাউদ্দিন হাওলাদারসহ ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এরপরপর  পুলিশ অভিযান চালিয়ে  রবিন ও ইউনূছকে গ্রেফতার করে।