সংবাদচর্চা রিপোর্ট:
জাতীয় বধির সংস্থার কার্যনিবাহী পরিষদের (২০২০) ভোট গ্রহণ ৮ ফেব্রুয়ারি। এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন সংস্থাটির বর্তমান সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এড. তৈমূর আলম খন্দকার। তার প্রতীক আনারস। তিনি নারায়ণগঞ্জবাসীর দোয়া এবং সমর্থন চেয়েছেন। এবারের নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে। ইতোমধ্যে জাতীয় বর্ধির সংস্থা নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ এড.তৈমূর আলম খন্দকারকে সমর্থন দিয়েছে। তারা তৈমূর আলম খন্দকারের পক্ষে মাঠে কাজ করছে।
প্রসঙ্গত ২০১১ সালে প্রথম নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আনারস প্রতীকে এড. তৈমূর আলম খন্দকার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি। যদিও ভোট গ্রহণের আগে তিনি ভোট বর্জন করেছিলেন। এখন দেখার বিষয় সেই আনারস প্রতীকে এবার কি হয়।