আজ মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সেই অভিজিৎ মোদিকেও সাহায্য করতে প্রস্তুত

চলতি বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন কলকাতার সন্তান অভিজিৎ বিনায়ক ব্যানার্জি। তা নিয়ে এখনও উচ্ছ্বাস কমে যায়নি। এদিকে দিল্লিতে এসে ঘুরে বেড়ালেন তার পুরোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) এর লাইব্রেরি থেকে ক্যান্টিন সর্বত্র গেলেন। এবং এ দেশে চলতে থাকা বিতর্কের রেশটাকে মাথায় রেখে জানালেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যদি কোনো সাহায্য চান তার কাছে, তা হলে তিনি তাতেও প্রস্তুত।

শনিবার ভোরেই দেশে ফিরেছেন অভিজিৎ। পরে সকালেই পৌঁছান পুরোনো ক্যাম্পাস জেএনইউ-তে। সেখানে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় গত কয়েক দিন ধরে তাকে নিয়ে চলা রাজনৈতিক টানাপড়েনের প্রসঙ্গ ওঠে। বিষয়টি এড়িয়ে যাওয়ার বদলে হাসিমুখেই জবাব দেন অভিজিৎ।
তিনি জানান, ন্যায় প্রকল্প নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিল কংগ্রেস। কোথায় কত বরাদ্দ করা যায়, তা তিনিই জানিয়েছিলেন তাদের। তবে শুধু কংগ্রেস বলে নয়, বিজেপি এলে তাদেরও সব রকম ভাবে সাহায্য করতেন তিনি। কারণ নিজের রাজনৈতিক মতাদর্শের চেয়ে দেশের উন্নতি তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর একজন পেশাদার হিসেবেও বিজেপিকে সাহায্য করতেন তিনি।

এদিকে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে এই নোবেলজয়ীর। পরে বুধবার কলকাতায় যাওয়ার কথা রয়েছে এই অর্থনীতিবিদের। সূত্র : আনন্দবাজার

প্রসঙ্গত , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির নেতাকর্মীরা নোবেলজয়ী অভিজিতের  মতের বিরোধীতা করেছে বিভিন্ন সময় ।