আজ শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘সুশীলদের শেল্টারেই মাদক কারবার হচ্ছে’

প্রতিবেদক:

এমপি শামীম ওসমান বলেছেন, ৯৬ সালে নারায়ণগঞ্জে ফেনসিডিল ক্লাব নামে ক্লাবও ছিল। তখন প্রতিদিন নারায়ণগঞ্জে ৩০ হাজার ফেনসিডিল বিক্রি হতো। আমরা এমন ভান ধরি, সুশীল সাজি অথচ তাদের শেল্টারেই মাদক কারবার হচ্ছে। আমরা জানি কারা মাদক কারবার করে।

শনিবার জেলা পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, নিষিদ্ধ পল্লী উচ্ছেদের সময় তখনকার এসপি এবং ওসিরা আমাকে যেভাবে সাহায্য করেছেন, আমি তাদের জন্য দোয়া করি।
তিনি আরো বলেন, ‘নিষিদ্ধ পল্লীতে ১১ বছরের নিচে ছয় হাজার মেয়ে ছিল। এই নিষিদ্ধ পল্লী দেশের ক্রাইম নিয়ন্ত্রণ করতো। আমরা এটা উচ্ছেদ করেছি। আমি কাবা শরীফ ছুঁয়ে শপথ নিয়েছিলাম আল্লাহকে খুশি করতে। নেত্রীকে বলেছিলাম বাধা আসবে, তিনি বলেছিলেন ভালো কাজে বাধা আসবেই। দেশী-বিদেশী অনেকেই বাধা দিতে এসেছিল। সেই কাজটি করে আমার মনে হয়, আমি জীবনে একটা ভালো কাজ করেছিলাম।

সর্বশেষ সংবাদ