আজ বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ধর্মীয় শিক্ষার পাশাপাশি সুন্দর বাংলাদেশ বিনির্মানে সুশিক্ষিত জনগোষ্ঠীর প্রয়োজন:শাহিদা আকতার

সুন্দর বাংলাদেশ বিনির্মানে সুশিক্ষিত জনগোষ্ঠীর প্রয়োজন

ধর্মীয় শিক্ষার পাশাপাশি সুন্দর বাংলাদেশ বিনির্মানে সুশিক্ষিত জনগোষ্ঠীর প্রয়োজন:শাহিদা আকতারসুন্দর বাংলাদেশ বিনির্মানে সুশিক্ষিত জনগোষ্ঠীর প্রয়োজন

মো: ইকবাল হোসেন, (চট্টগ্রাম) সাতকানিয়া প্রতিনিধি:
সাতকানিয়া পুরানগড় আল আমিন খলিলীয়া ইসলামিয়া মাদ্রাসা হেফজখানা এতিম খানার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহিদা আকতার জাহান বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি সুন্দর বাংলাদেশ বিনির্মানে সুশিক্ষিত জনগোষ্ঠীর প্রয়োজন।

মননশীল দেশপ্রেমে উবৃদ্ধ হয়ে, অসাম্প্রদায়িক মনোভাব ও প্রবহুমূখী বিজ্ঞানমনস্ক সমাজ গঠন করতে হবে। গতানুগতিক শিক্ষাই নয়, মানসম্নত নিরন্তর জ্ঞানর্চ্চা ও বহুমাত্রিক জ্ঞান অর্জন করতে হবে।

সম্প্রতি সাতকানিয়া পুরানগড় মাদ্রাসায় বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শাহিদা আকতার জাহান উপরোক্ত কথাগুলো বলেন।আলহাজ্ব ক্যাপ্টেন মুহাম্মদ নুর শাকের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন, কাজী মাওলানা মুহাম্মদ সালেকুর রহমান আল কাদেরী, মাওলানা মুহাম্মদ সিদ্দিক আহমদ নঈমী, মাওলানা মুহাম্মদ হোসাইন আল কাদেরী, এ জে জাহাঙ্গীর টিপু, ও এফ এম আতাউল ইসলাম,শাহেদ উদ্দীন সিকদার, মো. নুরুল আবছার চৌধুরী, মো.জাহেদুল ইসলাম, হোসাইন মুহাম্মদ এরশাদ সওদাগর, বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আবু তাহের, নুরুল হক জাহিদ, আলহাজ্ব নুরুল আমিন।

মীর আহমদ মেম্বার। মোজাম্মেল হক, মাহফিল পরিচালনা করেন, নূরুল করিম আল আমিন ও মৌলনা আব্দুল্লাহ, যুবলীগ নেতা হুমায়ুন কবির প্রমুখ।