আজ মঙ্গলবার, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে একজন বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত তিনটার দিকে মাসুদপুর সীমান্তে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মিলন।তিনি শিবগঞ্জ উপজেলার তারাপুর-মণ্ডলপাড়া গ্রামের কালু মোহাম্মদের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান ও গ্রাম পুলিশ সানাউল্লাহ জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ভারত থেকে গরু আনতে যায় মিলনসহ আরও কয়েকজন রাখাল। এসময় বিএসএফের গুলিতে মিলন ঘটনাস্থলেই মারা যান। পরে মিলনের সহযোগীরা তার মরদেহ বাংলাদেশ ভূখণ্ডে নিয়ে আসে।
এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ-৫৩ ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, সীমান্তে বিএসএফের গুলিতে কেউ মারা যাওয়ার খবর এখনও পাইনি।