আজ মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিলেটকে পাত্তাই দিলো না চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক:
তানজিদ হাসান তামিম ও টম ব্রুসের জোড়া ফিফটিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সকে বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সোমবার (২৯ জানুয়ারি) টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে চট্টগ্রাম ৮ উইকেটে হারিয়েছে সিলেটকে। ৫ ম্যাচে চতুর্থ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো চট্টগ্রাম। অপরদিকে, চার ম্যাচের চারটিতেই হারলো মাশরাফি বিন মর্তুজার সিলেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা সিলেট ইনিংসের দ্বিতীয় ওভারে দুই ওপেনারকে বিদায় করেন চট্টগ্রামের পেসার ওমানের বিলাল খান। মোহাম্মদ মিঠুন ১ ও নাজমুল হোসেন শান্ত ৫ রানে সাজঘরে ফিরেন।

সর্বশেষ সংবাদ