আজ শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিনহা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

সংবাদচর্চা অনলাইনঃ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যার বিচারের দাবীতে শহরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৬ আগস্ট সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী গত ৩১ জুলাই রাতে টেকনাফ থেকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে নিজস্ব প্রাইভেট কারে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। কোনোরূপ জিজ্ঞাসাবাদ ছাড়াই মেজর (অব.) সিনহার বুকে একে একে তিনটি গুলি ছোড়েন পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলী। তার এ অন্যায় মেনে নেয়া যায় না। আমরা মেজর সিনহা হত্যার সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবী জানাই। এই হত্যাকান্ডে যারা জরিত তাদের আইনের আওতায় এনে এসে বিচার করতে হবে। পাশাপাশি বিচার বর্হিভূত হত্যাকান্ড বন্ধেরও দাবি জানান তারা।

এ সময় বক্তব্য উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক ইফতি খান, জান্নাত, সদস্য ইমরান কাজি, জুলফিকার হায়দার প্রমুখ।