সিদ্ধিরগঞ্জ প্রতনিধি
সিদ্ধিরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ আকলিমা ওরফে অন্তরা (২৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম এসআই জাহাঙ্গীর আলম পাইনাদী নতুন মহল্লা এলাকার হাজী সামছুদ্দিন স্কুলের পাশে লুৎফরের ভাড়াটিয়া বাড়ি থেকে আকলিমা ওরফে অন্তরাকে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্তরার স্বামীসহ অপর এক নারী মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর জানান, গ্রেফতারকৃত আকলিমা ওরফে অন্তরা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গোয়ালবার বাজার এলাকার আব্দুস সালামের স্ত্রী। সে স্বামীসহ পাইনাদী নতুন মহল্লা এলাকায় লুৎফরের বাড়িতে ভাড়া থেকে পাইকারী গাঁজার ব্যবসা করে আসছিল।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার মিয়া জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় আটক নারীসহ তিনজনকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।