আজ বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ৩৮ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে ৩৮ কেজি গাঁজাসহ একটি পিকআপ আটক করেছে হাইওয়ে পুরিশ। গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পিকআপটি আটক করা হয়। তবে পুলিশের ধাওয়ায় গাড়ি ফেলে পালিয়ে গেছে চালক ও হেলপার।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল ডিউটি করার সময় কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের সামনে পিকআপটি থামানোর সংকেত দেয় পুলিশ। সংকেত না মেনে চালক দ্রুতগতিতে ঢাকার দিকে চলে যায়। পুলিশ গাড়িটির পিছু নিয়ে ধাওয়া করলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে গাড়ি ফেলে পালিয়ে যায় চালক ও হেলপার। পরে গাড়িটি তল্লাশী করে চালকের সিটের পিছনে লুকিয়ে রাখা ১৯ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। যার মোট ওজন ৩৮ কেজি। এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।