আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী গ্রেফতার, ট্রাক জব্দ

সিদ্ধিরগঞ্জে ২০ হাজার পিস

সিদ্ধিরগঞ্জে ২০ হাজার পিস

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩টায় সিদ্ধিরগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার টিটু উপস্থিত গনমাধ্যম কর্মীদেরকে এ তথ্য জানায়।

গ্রেফতারকৃতরা হলো, চট্টগ্রাম মহানগরীর চাঁদগাও থানার বহদ্দার হাটের ফরিদাপাড়া এলাকার মো: ইউনুসের ছেলে মো: সোহেল চৌধুরী (২৫), কক্সবাজার জেলার টেকনাফ থানার দেলপাড়া এলাকার মো: আছর আলীর ছেলে মো: রহিম মোল্লা (২৫) ও ঢাকা জেলার নবাবগঞ্জ থানার গালিমপুর শাহবাদ এলাকার মৃত আজম শাহ’র ছেলে এবং ঢাকা মহানগীরর মোহাম্মদপুর থানার আজিজ মহল্লা এলাকার ২/৭ নং বাসার ভাড়াটিয়া মো: আরব শাহ (৩৮)।

সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার টিটু জানায়, বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৫টায় সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ার (সাইনবোর্ড) এলাকার শিমরাইলগামী দি সান ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে মাদক পাচারকারীরা ট্রাকে অবস্থান করে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই করতে পুলিশের টিমটি ঘটনাস্থলে পৌছলে গ্রেফতারকৃত মাদক পাচারকারীরা ঢাকা-মেট্টো-ট-১৩-৫৬৪৩ নাম্বারের একটি ট্রাক রেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তল্লাশী চালিয়ে গ্রেফতারকৃত মো: সোহেল চৌধুরীর কোমরের লুঙ্গির নিচে গামছা দিয়ে প্যাচানো ৫০টি জিপারে ১০ হাজার পিস, মো: রহিম মোল্লার কোমরের নিচে গামছায় প্যাচানো ৩৭টি জিপারে ৭ হাজার ৪’শ পিস, মো: আরব শাহ’র পরিহিত প্যান্টের ডান পকেটে ৩টি জিপারে ৬’শ পিস এবং তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে ট্রাকের চালকের সিটের নিচে অভিনব কায়দায় রক্ষিত ১০টি জিপারে ২ হাজার পিসসহ সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ধৃত পাচারকারীরা জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানায়, মো: সোহেল চৌধুরী জব্দকৃত ট্রাকের চালক এবং মো: রহিম মোল্লা হেলপার। তারা কক্সবাজার থেকে মাদকের এ চালানটি সংগ্রহ করেছে। পালিয়ে যাওয়া মাদক পাচারকারীদের সাথে যোগ সাজশে ও প্ররোচনায় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেটের চালান ট্রাকের মাধ্যমে বহন করে অত্র থানা এলাকাসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই উপ-পরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের (সংশোধনী/০৪) এর ১৯(১) এর ৯(ক)/২১/২৫ ধারায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-৩৩।