আজ রবিবার, ১৭ই ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার ৩ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবু সুফিয়ান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শনিবার (২২ জানুয়ারি) রাতে ঢাকার গুলিস্তান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মুন্সিগঞ্জের লৌহগঞ্জের কলমা এলাকার শাহজাহান মালদের ছেলে মোঃ সবুজ (২১), পটুয়াখালীর কলাপাড়ার রহমতপুর এলাকার মোঃ কামালের ছেলে মোঃ শাকিল (২৬) এবং শরীয়তপুরের সখীপুরের চরপাড়া এলাকার সিদ্দিক হাওলাদারের ছেলে মোঃ জাহিদুল ইসলাম(২৫)।

এর আগে বুধবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের পিডিকে পেট্রোল পাম্পের সামনে আবু সুফিয়ানকে পিটিয়ে হত্যা করে বনভোজনগামী যাত্রীরা। পরবর্তীতে এ ঘটনায় গত ২০ জানুয়ারি দুপুরে সুফিয়ানের চাচা মোঃ জজ মিয়া বাদী হয়ে গাড়ীর ড্রাইভার-হেলপার সহ ২০-২৫ জনকে দায়ী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা (যার নং-৩৭) দায়ের করেন।

নিহত আবু সুফিয়ান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে।

স্পন্সরেড আর্টিকেলঃ